ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ওমিক্রন রোগী ৩ দিনে দ্বিগুণ হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:১৩, ১৯ ডিসেম্বর ২০২১
ওমিক্রন রোগী ৩ দিনে দ্বিগুণ হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যেখানে সামাজিক সংক্রমণ ছড়িয়েছে সেখানে রোগীর সংখ্যা দেড় থেকে তিন দিনের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে।

হালনাগাদ তথ্য দিয়ে ডব্লিএইচও শনিবার (১৮ ডিসেম্বর) জানায়, করোনাভাইরাসের ওমিক্রন ধরনটি বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়েছে।  ওমিক্রন দ্রুত গতিতে ছড়াচ্ছে জনসংখ্যার ইমিউনিটি উচ্চ স্তরের দেশগুলোতে। তবে এটি কী কারণে ঘটছে তা পরিষ্কার নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের সংক্রমণের তীব্রতা নিয়ে এখনও তথ্যের পরিমাণ সীমিত। তীব্রতার মাত্রা এবং এটি টিকা ও আগে থেকে বিদ্যমান ইমিউনিটি দ্বারা কতোটা প্রভাবিত হয় তা বুঝতে আরও তথ্য দরকার।

আরো পড়ুন:

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায়। এর দুদিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে আখ্যা দেয়। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্ট সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এমনকি ওমিক্রনে সংক্রমণের পর রোগের তীব্রতা বাড়ে কিনা তাও স্পষ্ট হয়নি।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া

 

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়