ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৭৩ শতাংশের শরীরে ওমিক্রন

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:১৫, ২১ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৭৩ শতাংশের শরীরে ওমিক্রন

যুক্তরাষ্ট্রে করোনার পরীক্ষা কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন। ছবি: গার্ডিয়ান

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্রজুড়ে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি হালনাগাদ তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত হয়েছেন।  আর ডেল্টায় সংক্রমিত হয়েছেন ২৬.৬ শতাংশ।

এর আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রে ডেল্টার আধিপত্য চলছিল। ১১ ডিসেম্বর পর্যন্ত ৭দিনে সেখানে যত কভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের ৮৭ শতাংশ সংক্রমিত হয়েছিলেন ডেল্টায়, আর ১২.৬ শতাংশ ওমিক্রনে।

সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব এলাকার কিছু কিছু অঞ্চলে ওমিক্রন ৯৫ শতাংশের বেশি হয়ে গেছে। 

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ কোটি ১০ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।  করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে আট লাখ সাত হাজার ৯৪৫ জনের। জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

এছাড়া ১১ ডিসেম্বর শেষ হওয়া আগের সপ্তাহে আক্রান্তদের ১২ দশমিক ৬ শতাংশ ওমিক্রন ছিল। আর ৮৭ শতাংশই ছিল ডেল্টা ভ্যারিয়্যান্ট।

সূত্র: সিএনএন, গার্ডিয়ান

ছাবেদ/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়