ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

চীনের আরেক শহরে লকডাউন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৮ ডিসেম্বর ২০২১  
চীনের আরেক শহরে লকডাউন

করোনার সংক্রমণ বাড়ায় আরেকটি শহরে লকডাউন ঘোষণা করেছে চীন। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়ানআনে এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময় চীনের শিয়ান শহরে নতুন  করে করোনার সংক্রমণ শুরু হয়। ভাইরাসের বিস্তার ঠেকাতে জিরো সংক্রমণ নীতির কারণে দ্রুত ওই শহরের সীমান্ত বন্ধ করে দেওয়া হয় এবং কঠোর লকডাউন ঘোষণা করা হয়। তবে এরপরও শহরটিতে সংক্রমণ বাড়ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, শিয়ান শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ইয়ানআন শহরটি অবস্থিত। মঙ্গলবার শহরটির সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নগরীর কয়েক লাখ মানুষকে বাড়ির ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

আরো পড়ুন:

গত ২৪ ঘণ্টায় চীনে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বছরের মার্চের পর দেশটিতে এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়