ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসনপ্রত্যাশী আটক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৫ জানুয়ারি ২০২২  
রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসনপ্রত্যাশী আটক

অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশের সময় রোমানিয়ার আরাদ এলাকা থেকে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে পুলিশ। ট্রাক, মিনিবাস ও ব্যক্তিগত গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে তারা রোমানিয়া সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। বুধবার রোমানিয়ার সংবাদমাধ্যম এজারপ্রেস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে নাদলাক ২ সীমান্ত তল্লাশি চৌকি একটি ট্রাকে লুকিয়ে থাকা ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। ট্রাকটির চালক রোমানিয়ার নাগরিক। এছাড়া নাদলাক ১ সীমান্ত তল্লাশি চৌকিতে একটি মিনিবাস থেকে সিরিয়া থেকে আসা ১০ অভিবাসনপ্রত্যাশী এবং একটি ব্যক্তিগত গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে থাকা এক ইরাকিকে আটক করা হয়েছে। 

আরাদ সীমান্ত পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘যানবাহনগুলো তল্লাশি করে কার্গো বগিতে লুকিয়ে থাকা ৪৫ বিদেশী নাগরিককে পাওয়া গেছে। তারা ভারত ও বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, তাদের বেশিরভাগই রোমানিয়ায় আশ্রয়প্রার্থী।’
 

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়