ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:২২, ৩০ জানুয়ারি ২০২২
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

দূরপাল্লার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর রোববার (৩০ জানুয়ারি) সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো বিশ্ব থেকে বিচ্ছিন্ন এ দেশটি। 

এই নিয়ে চলতি মাসে সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। 

জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমা এড়াতে পিয়ংইয়ং একটি উচু স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে।  ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চা ২ হাজার কিলোমিটার উপড়ে ওঠে এবং ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে গিয়ে পড়ে। 

আরো পড়ুন:

জানা গেছে, ক্ষেপণাস্ত্রটির গতি দেখে ধারণা করা হচ্ছে এটি একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 

এর আগে ২০১৭ সালে  উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে দুটি মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।  এছাড়াও সে সময় তারা তিনটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়েছিল।  

সূত্র: দ্য ইকোনমিক টাইমস।

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়