ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৬ ফেব্রুয়ারি ২০২২  
মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনার সংক্রমণ

মালয়েশিয়ায় করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে। রোববার স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

শিগগিরই দৈনিক সংক্রমণ ১৫ হাজার পৌঁছবে আশঙ্কা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সম্পূর্ন ওমিক্রনের ঢেউয়ের মধ্যে রয়েছি। দৈনিক সংক্রমণ শিগগিরই ১৫ হাজার পৌঁছাবে। এখনও ১০ লাখ জ্যেষ্ঠ নাগরিক বুস্টার ডোজ পাননি।’

রোববার মালয়েশিয়ায় ১০ হাজার ৮৯ জনের করোনায় সংক্রমণের তথ্য জানানো হয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ১৪ হাজারে পৌঁছলো। এর আগে গত বছরের অক্টোবরে মালয়েশিয়ায় দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছিল। 
 

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়