ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৪ মার্চ ২০২২   আপডেট: ১৬:৪২, ২৪ মার্চ ২০২২
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার ১০০ কিলোমিটার দূরে জাপানের জলসীমায় গিয়ে পড়েছে। এটি আধাঘণ্টারও বেশি সময় আকাশে ছিল।

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে এবং তাত্ত্বিকভাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছতে সক্ষম।

আরো পড়ুন:

উত্তর কোরিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার দাবি, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ ছিল এগুলো।

তবে পিয়ংইয়ং দাবি করেছিল, এগুলা স্যাটেলাইট উৎক্ষেপণ ছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়