ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সাংহাইয়ে ৯ দিনের লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২৭ মার্চ ২০২২   আপডেট: ২২:৫৩, ২৭ মার্চ ২০২২
সাংহাইয়ে ৯ দিনের লকডাউন

করোনা মহামারি শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় পর চীনে প্রথম শহরব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ে দুই ধাপে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। 

গুরুত্বপূর্ণ শহরটিতে প্রায় এক মাস ধরে সংক্রমণের নতুন ঢেউ চলছে। রোববার শহরটিতে নতুন আক্রান্তের সংখ্যা চার হাজার ৫০০ ছাড়িয়েছে। এর আগে এলাকা বা কমিউনিটিভিত্তিক লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সংক্রমণের হার না কমায় এবার পুরো শহরে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

বিবিসি জানিয়েছে, শহরটির দুই অঞ্চলে দুই ধাপে লকডাউন কার্যকর হবে। শহরের পূর্বাঞ্চলে সোমবার থেকে পহেলা এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। আর পশ্চিম অংশে পহেলা এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

আরো পড়ুন:

কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনের সময় নগরীর গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে কিংবা বাড়ি থেকে কাজ চালাতে হবে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে লকডাউনের নির্দেশনা প্রকাশ করেছে নগর কর্তৃপক্ষ। এতে জনসাধারণকে ‘নগরীর মহামারি পরিস্থিতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সহযোগিতা ও সমর্থনের’ আহ্বান জানানো হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়