ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

সাংহাইয়ে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত নবজাতকও

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৮ এপ্রিল ২০২২  
সাংহাইয়ে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত নবজাতকও

লকডাউনের কড়াকড়িতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। সাংহাইয়ে রোববার (১৭ এপ্রিল) একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ। এর মধ্যে করোনায় মৃত্যুর খবর দিলো সাংহাই প্রশাসন। নতুন করে লকডাউন ঘোষণার পর একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রণের সংখ্যা বাড়লেও মৃত্যুহার অপেক্ষাকৃত কম। তবে সাংহাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তা রীতিমতো উদ্বেগজনক। সাংহাই প্রশাসন জানায়, ১০ দিনের নবজাতক থেকে ১০০ বছর বয়সী বৃদ্ধ, ওমিক্রন থেকে কেউই রক্ষা পাচ্ছেন না।

গত মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুজনের করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়। এর কিছু দিনের মধ্যে কড়া লকডাউনের পথে হাঁটে প্রশাসন। তারপর এই প্রথম এক সঙ্গে ৩ জনের মৃত্যুর খবর দিলো প্রশাসন। 

আরো পড়ুন:

জানা গেছে, মৃতদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে। এই পরিস্থিতিতে কড়া লকডাউন জারি রাখছে সাংহাই প্রশাসন। 

সূত্র: আনন্দবাজার

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়