ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

আরও কঠোর লকডাউনে সাংহাই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১১ মে ২০২২  
আরও কঠোর লকডাউনে সাংহাই

করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ে। এবার নগরীর কয়েকটি অংশে বাণিজ্যিক খাদ্য সরবরাহকারীদের প্রবেশ নিষেধ এবং সবার জন্য হাসপাতালে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, সাত সপ্তাহ ধরে লকডাউন চলছে সাংহাইয়ে। এবারই প্রথম কঠোরতম বিধিনিষেধ আরোপ করা হচ্ছে নগরীতে। করোনায় আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের প্রতিবেশী এবং ঘনিষ্ঠজনদেরও এখন কোয়োরেন্টাইন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। 

নগরীতে নতুন সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও ‘সামাজিক শূন্য’ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়নি।

আরো পড়ুন:

কঠোর বিধিনিষেধ সত্ত্বেও সাংহাইয়ে কর্মকর্তারা বলেছেন, শহরের অর্ধেক জেলায় বসবাসকারী মানুষ এখন তাদের বাড়িঘর থেকে বের হয়ে আশেপাশে ঘুরতে পারবে।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির স্থানীয় কমিটির অফিসিয়াল নোটিসে বলা হয়েছে, বিশদভাবে আরো কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একে কর্মকর্তারা আগামী তিন দিনের জন্য ‘নীরব সময়’ বলে আখ্যা দিয়েছেন।

এর মধ্যে রয়েছে শুধুমাত্র সরকারী খাবার সরবরাহের অনুমতি দেওয়া, বাসিন্দাদের তাদের সামনের দরজা থেকে ‘বাইরে যাওয়ার’ অনুমতি না দেওয়া এবং হাসপাতালে গুরুতর অসুস্থতা ছাড়া অন্য কারও যাওয়া বন্ধ করা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়