ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

২ মাস পর লকডাউন শিথিল সাংহাইয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৩১ মে ২০২২  
২ মাস পর লকডাউন শিথিল সাংহাইয়ে

দুই মাস পর চীনের অর্থনৈতিক কেন্দ্র ও বিশ্ব বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাইয়ে শিথিল হয়েছে লকডাউনের বিধিনিষেধ। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে নগরীর অধিকাংশ বাসিন্দাকে শহরের চারপাশে অবাধে চলাফেরার সুযোগ দিতে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল।

অবশ্য সংক্রমণ প্রতিরোধে এখনও চীনের ‘জিরো কোভিড’ নীতি বহাল রয়েছে। কোনো বাসিন্দার করোনার সংক্রমণ ধরা পড়লেই পাঠিয়ে দেওয়া হবে কোয়ারেন্টাইনে। লকডাউন শিথিল হলেও নগরীর কমপক্ষে সাড়ে ছয় লাখ বাসিন্দাকে সতর্কতা হিসেবে তাদের বাড়িতেই থাকতে হচ্ছে। 

সাংহাই নগর সরকারের মুখপাত্র ইয়িন জিন সাংবাদিকদের বলেছেন, ‘এই দিনটির জন্য আমরা অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম। সবাই অনেক ত্যাগ স্বীকার করেছে। এই দিনটি কঠোরভাবে অর্জিত হয়েছে এবং আমাদের একে লালন ও রক্ষা করতে হবে। সাংহাইতে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা আমাদের পরিচিত এবং যাদের কাছ থেকে দূরে ছিলাম।’

আরো পড়ুন:

বুধবার থেকে নগরীর গণপরিবহন আবার চালু হবে এবং দোকানগুলো ৭৫ শতাংশ সক্ষমতা নিয়ে চালু হবে। অবশ্য সিনেমা হল, জাদুঘর এবং জিমগুলি বন্ধ থাকবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়