ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়েছে ১০ লাখ একর জমি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৪ জুন ২০২২   আপডেট: ১৪:২৫, ১৪ জুন ২০২২
যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়েছে ১০ লাখ একর জমি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে।  তাপমাত্রা বৃদ্ধি ও শুকনো আবহাওয়ার কারণে দেশটিতে গত কয়েকদিন ধরে ৩০টির মতো দাবানল চলছে।  এরই মধ্যে নিরাপত্তার স্বার্থে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সোমবার (১৩ জুন) পর্যন্ত ৩০টির মতো দাবানল ছিল। এরমধ্যে ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেল ন্যাশনাল ফরেস্টে লাগা দাবানলের নাম দেওয়া হয়েছে শিপ ফায়ার। এই দাবানলে ৫টি রাজ্যের প্রায় ১০ লাখ একর জমি ইতোমধ্যে পুড়ে গেছে।

দাবানলের কারণে অ্যারিজোনা এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। 

আরো পড়ুন:

ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের তথ্য মতে, সোমবার (১৩ জুন)  রাত পর্যন্ত শিপ ফায়ার ১৯ শতাংশ নিয়ন্ত্রণে ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বড়বড় সব গাছে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া দমকল বাহিনীর কর্মীদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে দেখা গেছে। অপর এক ভিডিওতে আগুন যাতে বেশি দ্রুত ছড়াতে না পারে সে জন্য বিমান থেকে পানি ফেলতে দেখা গেছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানায়, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। 

সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মারা রদ্রিগেজ বলেন, ‌সোমবার বিকেল পর্যন্ত, ৪ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নিতে যে আদেশ দেওয়া হয়েছিল তা এখনো বহাল রয়েছে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়