ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মাঙ্কিপক্স নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৪ জুন ২০২২   আপডেট: ২২:৩০, ১৪ জুন ২০২২
মাঙ্কিপক্স নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হবে কিনা তা নির্ধারণের জন্য আগামী ২৩ জুন বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেবরিয়াসাস সাংবাদিকদের বলেছেন, ‘মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব অস্বাভাবিক ও উদ্বেগজনক। এই প্রাদুর্ভাবটি আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা কিনা তা মূল্যায়ন করার জন্য আমি আগামী সপ্তাহে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালার অধীনে জরুরি কমিটির বৈঠক আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছি।’

গত মে মাসে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শুরু হয়। এ পর্যন্ত ২৯টি দেশে রোগটি ছড়িয়েছে। আফ্রিকার দেশগুলোর বাইরে এ পর্যন্ত এক হাজার জনেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তবে এই দেশগুলোতে কোনো মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়নি।

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়