ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৫ জুলাই ২০২২  
মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বর্তমানে পরীক্ষাগারে মাঙ্কিপক্সে পাঁচ হাজার ৩২২ জনের আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের ৮৫ শতাংশই ইউরোপে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়লেও জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি মাঙ্কিপক্স সংক্রান্ত জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকের জন্য এখনও তারিখ নির্ধারণ করেনি।

আরো পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা চাইব জেনেভায় সাংবাদিকদের বলেন,‘চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আমাদের কাছে পাঁচ হাজার ৩২২ জনের নিশ্চিত আক্রান্তের এবং একজনের মৃত্যুর তথ্য রয়েছে।’

আট দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৬ শতাংশ। এর আগে ২২ জুন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুয়ায়ী আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার ৪১৩।

ফাদেলা চাইব জানান, এ পর্যন্ত ৫৩টি দেশে সংক্রমণ ছড়িয়েছে।

তিনি বলেন, ‘৮৫ শতাংশ সংক্রমণ ইউরোপে, তার পরে আফ্রিকা অঞ্চল, আমেরিকা, পূর্ব ভূমধ্যসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়