মাঙ্কিপক্সে আরও ২ জনের মৃত্যু
মাঙ্কিপক্সে আরও দুজনের মৃত্যুর খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছর মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের পর বিশ্বে এ নিয়ে তিন জনের মৃত্যু হলো।
গত ২৭ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সে সংক্রমণের শেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই সময়ের পর থেকে এ পর্যন্ত সংক্রমণ বেড়েছে ৭৭ শতাংশ। বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা এখন ছয় হাজার ২৭ জন। এদের অধিকাংশই ইউরোপীয় অঞ্চলের। তবে মৃত্যুর যে তিনটি ঘটনা ঘটেছে তা আফ্রিকা অঞ্চলের। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্তদের ৯৯ শতাংশই পুরুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘এই প্রাদুর্ভাবটি প্রাথমিকভাবে এমন পুরুষদের সংক্রমিত করে যারা সম্প্রতি এক বা একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করেছেন, যারা এর আওতায় নয়, তাদের ক্ষেত্রে সংক্রমণের কোনো ইঙ্গিত মেলে না।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা মাঙ্কিপক্স সংক্রান্ত কমিটির সভা পুনরায় আহ্বানের অনুরোধ করবে। ওই কমিটি মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী জরিুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করার বিষয়ে পরামর্শ দেবে।
ঢাকা/শাহেদ