ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার পথেই হাঁটছে পাকিস্তান: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৪ জুলাই ২০২২   আপডেট: ১৩:০০, ২৪ জুলাই ২০২২
শ্রীলঙ্কার পথেই হাঁটছে পাকিস্তান: ইমরান খান

ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‌‘শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে পাকিস্তান। জরদারি-শরিফ ‌মাফিয়া চক্র রাজনৈকিত এবং অর্থনৈতিকভাবে দেশকে নতজানু করে রেখেছে।’ 

রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আরো পড়ুন:

এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‌‘হাকীকী আজাদী’ পদযাত্রায় মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদেরকে লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে যাচ্ছি। আমরা ওই পরিস্থিতি থেকে খুব একটা দূরে নেই। মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরীফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে। মূলত তারা দেশকে লুট করে ৩০ বছর ধরে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করার চেষ্টা করছে।’ 

ইমরানের বিবৃতি ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, মুদ্রার রেকর্ড-উচ্চ অবমূল্যায়ন এবং বৈদেশিক রিজার্ভ হ্রাসের পরপরই এলো।

সূত্র: দ্য এস্কপ্রেস ট্রিবিউন

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়