ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২৬ জুলাই ২০২২  
মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে

মার্কিন যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৮০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

আক্রান্তের এই ক্রমবর্ধমান সংখ্যার কারণে বাইডেন প্রশাসন জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

মাঙ্কিপক্সের সংক্রমণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি পরিস্থিতি বলে ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত ৭৫টি দেশে ১৮ হাজারেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।

আরো পড়ুন:

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অনলাইনে প্রকাশিত তথ্য অনুসারে, ২৫ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তিন হাজার ৮৪৬টি নিশ্চিত বা সন্দেহভাজন মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্তের তথ্য ছিল।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে স্পেন। দেশটিতে এ পর্যন্ত তিন হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছে। তালিকায় এরপরেই রয়েছে জার্মানি ও যুক্তরাজ্য। এই দুটি দেশে আক্রান্তের সংখ্যা যথাক্রমে দুই হাজার ৩৫২ ও দুই হাজার ২০৮।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়