ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

মাঙ্কিপক্স: সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৮, ৩০ জুলাই ২০২২   আপডেট: ০২:০৫, ৩০ জুলাই ২০২২
মাঙ্কিপক্স: সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে মাঙ্কিপক্স। এ পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্ক রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।

সিএনএন জানায়, সান ফ্রান্সিসকোর শহরের ২৬১ মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে ক্যালিফোর্নিয়া রাজ্যের ৭৯৯ জন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

আরো পড়ুন:

নিউ ইয়র্কে ১ হাজার ২৪৭ জনের শরীরে ভাইরাস জনিত এ রোগটি শনাক্ত করা গেছে।

নিউ ইয়র্ক রাজ্যের স্বাস্থ্য কমিশনার ম্যারি টি বাসেট ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে উল্লেখ করে এটিকে জনস্বাস্থ্যে আসন্ন হুমকি বলে মন্তব্য করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শনিবার মাক্সিপক্সকে বিশ্বের জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে। এরপরই যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সূত্র: সিএনএন, ওয়াশিংটন পোস্ট

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়