ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২০ আগস্ট ২০২২  
ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত

ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ২৭ বছরের ওই ব্যক্তি বিদেশ থেকে এসেছিলেন বলে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাবকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা দিয়েছিল। মাঙ্কিপক্সে আক্রান্তের লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্ষত, জ্বর, পেশীতে ব্যথা এবং ঠান্ডা লাগা। 

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাহরিল বলেছেন, রোগীর ‘রোগ সম্পর্কে অনেক বেশি সচেতনতা ও জ্ঞান" ছিল। তাই যখন তিনি উপসর্গগুলো দেখতে পেয়েছিলেন, তখন তিনি অবিলম্বে (ডাক্তারের সাথে) পরীক্ষা করেছিলেন। এক দিনের মধ্যে (ফিরে) পজিটিভ রিপোর্ট এসেছিল।’ আক্রান্ত ব্যক্তিকে জাকার্তায় আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন:

গত ৮ আগস্ট ইন্দোনেশিয়ায় ওই রোগী ইন্দোনেশিয়ায় পৌঁছেছিলেন এবং এক সপ্তাহ পরে তার মধ্যে জ্বর এবং ফুসকুড়ির লক্ষণগুলো দেখা দেয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়