ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

টুইটার থেকে ভারতীয়দের ব্যাপক হারে ছাঁটাই 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৪ নভেম্বর ২০২২   আপডেট: ২০:২৫, ৪ নভেম্বর ২০২২
টুইটার থেকে ভারতীয়দের ব্যাপক হারে ছাঁটাই 

টুইটার থেকে ভারতীয়দের ব্যাপক হারে ছাঁটাই করছেন এলন মাস্ক। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

যাদেরকে ছাঁটাই করা হচ্ছে তাদের মধ্যে প্রকৌশলীও রয়েছেন। এমনকি পুরো মার্কেটিং ও কমিউনিকেশন্স বিভাগকের লোকজনকে ছাটাই করা হয়েছে।

গত সপ্তাহে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন এলন মাস্ক। এর পরপরই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন। ওই সময় টুইটারের প্রধান আর্থিক কর্মকর্তাসহ শীর্ষ পর্যায়ের আরও কয়েক জনকে বরখাস্ত করা হয়। মাস্কের দাবি ‘অর্থনীতির মাপকাঠি অর্জন’ করতে তার এই পদক্ষেপ। মাস্ক এখন সারাবিশ্বে টুইটারের কর্মী সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন।

আরো পড়ুন:

টুইটারের এক ভারতীয় কর্মী প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেছেন, ‘চাকরিচ্যুতি শুরু হয়েছে। আমার কয়েক জন সহকর্মী এই ব্যাপারে ই-মেইলে বার্তা পেয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়