ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

লকডাউনের প্রতিবাদে চীনের গুয়াংজুতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৫ নভেম্বর ২০২২  
লকডাউনের প্রতিবাদে চীনের গুয়াংজুতে বিক্ষোভ

দক্ষিণ চীনের শিল্প মহানগরী গুয়াংজুর বাসিন্দারা সরকারের বাধ্যতামূলক লকডাউনের বিধিনিষেধ ভেঙ্গে রাস্তায় বের হয়ে এসেছে। এসময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের কেউ কেউ একটি পুলিশের গাড়ি উল্টে দিচ্ছে এবং কোভিড নিয়ন্ত্রণ ব্যারিকেড ভাঙছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

২০১৯ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে গুয়াংজুতে এটি সবচেয়ে খারাপ কোভিড প্রাদুর্ভাব। চীনের শূন্য কোভিড নীতির কারণে শিল্পাঞ্চল অঞ্চল হিসেবে পরিচিত গুয়াংজুর অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আরো পড়ুন:

শহরের হাইজু জেলায় দরিদ্রদ অভিবাসী শ্রমিকদের আবাসস্থল। লকডাউনের কারণে কাজে যোগ দিতে না পারায় তারা বেতন পাচ্ছে না বলে অভিযোগ করেছিল। কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে খাদ্যের ঘাটতি এবং আকাশছোঁয়া দামের অভিযোগ করেছে। এসব ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সূত্রপাত হয়। বেশ কয়েক রাত ধরে তারা সাদা পোশাক পরিহিত লকডাউন বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে ঝগড়া করছিল। সোমবার রাতে তারা ক্ষিপ্ত হয়ে গুয়াংঝুর রাস্তায় নেমে আসে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়