ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ইরাকে বোমা হামলায় ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:০৯, ১৮ ডিসেম্বর ২০২২
ইরাকে বোমা হামলায় ৭ পুলিশ নিহত

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই হামলার ঘটনা ঘটে।

কোনো গোষ্ঠীই এই হত্যাকাণ্ডের জন্য দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে এর জন্য দায়ী করেছেন।

এর আগে বুধবার বাগদাদের কাছে রাস্তার পাশের বোমায় তিন ইরাকি সেনা নিহত হয়। আইএস জানিয়েছিল, তারা বোমাটি পুঁতে রেখেছিল।

আরো পড়ুন:

কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, চালাল আল-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্য বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে রোববার বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি ‘ছোট অস্ত্র দিয়ে সরাসরি আক্রমণ’ ছিল।

আইএস একসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত বিস্তৃত ৮৮ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছিল এবং প্রায় ৮০ লাখ মানুষের উপর নৃশংস শাসন চাপিয়েছিল। কিন্তু ইরাকি বাহিনী ২০১৭ সালের ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে বিজয় অর্জন করে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়