ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

দুর্ঘটনায় একসঙ্গে দুই শতাধিক যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ২০:২৮, ২৮ ডিসেম্বর ২০২২
দুর্ঘটনায় একসঙ্গে দুই শতাধিক যানবাহন

ঘন কুয়াশার মধ্যে চীনের ঝেংঝু শহরের একটি সেতুতে একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে দুই শতাধিক যানবাহন। দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। মঙ্গলবার চীনা সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ওভিডিওগুলিতে ঝেংজিন হুয়াংহে সেতুতে গাড়ি ও ট্রাকগুলি একে অপরের উপরে চূর্ণবিচূর্ণ এবং স্তূপ করা অবস্থায় দেখা গেছে।

একটি ভিডিও ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘এটা খুব ভীতিকর। এখানে লোকে ভরা, আমার মনে হয় না আমরা সেতু থেকে নামতে পারব।;

আরো পড়ুন:

আহতদের মধ্যে অনেকেই তাদের যানবাহনে আটকা পড়েছিলেন। গাড়িগুলো সরাতে এবং আহতদের উদ্ধারে ১১টি ফায়ার ট্রাক এবং ৬৬ জন উদ্ধার কর্মী পাঠানো হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, অনেক এলাকায় বুধবার সকালে দৃষ্টিসীমা ৫০০ মিটারের কম ছিল এবং কখনও কখনও ২০০ মিটার পর্যন্ত নেমে গিয়েছিল।

উদ্ধারকারীরা জানিয়েছেন, দুই শতাধিক গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়