ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মা-বোনেরা পড়তে পারবেন না, প্রতিবাদে শংসাপত্র ছিড়লেন কাবুলের অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:৪৩, ২৯ ডিসেম্বর ২০২২
মা-বোনেরা পড়তে পারবেন না, প্রতিবাদে শংসাপত্র ছিড়লেন কাবুলের অধ্যাপক

নিজের ডিপ্লোমার শংসাপত্র ছিড়ে ফেললেন কাবুল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক

মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। প্রতিবাদে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নিজের ডিপ্লোমার শংসাপত্র ছিড়ে ফেললেন কাবুল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।

ওই অধ্যাপক বলেন, ‘আমার মা, বোনেরা পড়াশোনা করতে না পারলে সেই শিক্ষা আমি গ্রহণ করতে চাই না।’

পড়ুন: বন্ধ শিক্ষার দরজা, কাঁদলেন ছাত্রীরা

আরো পড়ুন:

টেলিভিশনের ওই অনুষ্ঠানের দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে হয়েছে। দেখা গেছে, নিজের হাতে একের পর এক ডিপ্লোমা তুলে দেখাচ্ছেন ওই অধ্যাপক। তারপর এক-এক করে ছিড়ে ফেলছেন।

এ ঘটনার পর আফগান উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের নীতি নির্ধারক বিষয়ক কমিটির প্রাক্তন পরামর্শদাতা শবনম নাসিমি টুইট করেন, ‘গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো দৃশ্য। কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার নিজের ডিপ্লোমা নষ্ট করে দিচ্ছেন টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে।' 

বলছেন, আজ থেকে আমার আর এই ডিপ্লোমার দরকার নেই। কারণ এই দেশে শিক্ষার স্থান নেই। আমার মা-বোনেরা যদি পড়াশোনার অধিকার না পান, তা হলে আমি সেই শিক্ষাকে গ্রহণ করব না।’ 

পড়ুন:  বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করলো তালেবান

মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় আফগানিস্তানের ৩০ থেকে ৩৫টি বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছে। কারণ বহু বিভাগ বন্ধ হয়ে যাওয়ার মুখে।

সূত্র: আনন্দবাজার

/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়