ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সাবেক আফগান নারী সংসদ সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৪৫, ১৬ জানুয়ারি ২০২৩
সাবেক আফগান নারী সংসদ সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা

আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য মুরসাল নবিজাদা

আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য মুরসাল নবিজাদাকে কাবুলের বাড়িতে গুলি করা হত্যা করা হয়েছে। গুলিতে তার দেহরক্ষীও নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গুলি চালানো হয় বলে জানান স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি।

আরো পড়ুন:

সোমবার (১৬ জানুয়ারি) দেশটির পুলিশের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ওই সংসদ সদস্যের নাম মুরসাল নবিজাদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে সংসদ সদস্য ছিলেন। তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, নবিজাদার বাড়িতে তাকে ও তার এক দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

নবিজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানবসম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।

সূত্র: আল জাজিরা, বিবিসি

/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়