ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৩০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:৩৩, ৩০ জানুয়ারি ২০২৩
পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২৮

পাকিস্তানের পেশাওয়ারে পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জোহরের নামাজের সময় ওই মসজিদে বোমা বিস্ফোরণ ঘটে।

পেশাওয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মসজিদের ভেতর উদ্ধার কার্যক্রম চলছে।

আরো পড়ুন:

ওই শহরের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, নামাজের সময় সামনের সারিতে থাকা অনেক ব্যক্তি ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই মসজিদে আগে থেকে বোমা পুঁতে রাখা হয়েছিল নাকি কেউ আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

 

সূত্র: ডন অনলাইন

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়