ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

ফের ভূমিকম্পে কাঁপলো তুরস্ক-সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ০৮:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩
ফের ভূমিকম্পে কাঁপলো তুরস্ক-সিরিয়া

তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ফের শক্তিশালী  ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি এ তথ্য জানিয়েছে, হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরে ভূমিকম্প অনুভূত হয়।

ইএমএসসি জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬ দশমিক ৩। গভীরতা ছিলো ২ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি।

আরো পড়ুন:

/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়