ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শান্তিতে নোবেল পেতে পারেন মোদি, নরওয়ের পুরস্কার কমিটির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৭ মার্চ ২০২৩   আপডেট: ১৩:১০, ১৭ মার্চ ২০২৩
শান্তিতে নোবেল পেতে পারেন মোদি, নরওয়ের পুরস্কার কমিটির ইঙ্গিত

ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরওয়ের নোবেল পুরস্কার কমিটির এক প্রতিনিধিদল ভারত সফরে এসে বৃহস্পতিবার (১৬ মার্চ) এই বার্তা দিয়েছে।

ভারত সফরকারী ওই প্রতিনিধিদলের প্রধান তথা নোবেল প্রাইজ় কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজো রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রী মোদির উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ইউক্রেন সংকটের নিরসনে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করেছেন। রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন।’

এ প্রসঙ্গে গত সেপ্টেম্বরে উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও)-এর বৈঠকে ভ্লাদিমির পুতিনের উদ্দেশে মোদির মন্তব্যের প্রসঙ্গও তুলেছেন তোজো। সেখানে সরাসরি রুশ প্রেসিডেন্টকে মোদি বলেছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’

আরো পড়ুন:

তোজো বলেন, ‘ভারত থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য অনেক মনোনয়ন রয়েছে। আমি মনে করি, বিশ্বের সব নেতাই নোবেল শান্তি পুরস্কারের জন্য যা প্রয়োজন তা করবেন।’ এর পরেই তাঁর ‘তাৎপর্যপূর্ণ’ মন্তব্য, ‘আমরা মোদির প্রচেষ্টা লক্ষ করেছি। মোদির মতো শক্তিশালী নেতার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি এমন একটি শক্তিশালী দেশের প্রতিনিধিত্ব করেন, যাকে বিশ্বের দরবারে খুবই গুরুত্ব দেওয়া হয়। ভারতীয়দের মধ্যে অপরিসীম ক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা রয়েছে। আশা করব, ভয়াবহ যুদ্ধে ইতি টানতে এই বিশ্বাসযোগ্যতা ও ক্ষমতা তারা ব্যবহার করবে।’

২০০২ সালের গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গার পরে সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভিসার আবেদন খারিজ করেছিল আমেরিকা, ব্রিটেনের মতো দেশ। আন্তর্জাতিক মঞ্চে তার বিরুদ্ধে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগও উঠেছিল। আইনের লড়াইয়ে আগেই জয়ী হয়েছেন মোদি। এবার নোবেল শান্তিতে পূর্ণ হবে সেই বৃত্ত- তা সময়ই বলে দেবে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়