জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প
জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে,স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২।
জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ারে’ অবস্থিত হওয়ায় প্রায়ই এখানে ভূমিকম্প হয়ে থাকে।
ঢাকা/শাহেদ