ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আবারও জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার ইসলামাবাদের একটি আদালত এই পরোয়ানা জারি করেছে।
ডন অনলাইন জানিয়েছে, আদালত কর্তৃপক্ষকে আগামী ১৮ এপ্রিলের আগে ইমরানকে হাজির করার নির্দেশ দিয়েছে।
তোশাখানা মামলায় চলতি মাসের শুরুর দিকে ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। হাইকোর্টে আপিলের পর ওই পরোয়ানা জারি স্থগিত রাখা হয়। গত শনিবার তোশখানা মামলায় হাজিরা দিতে আদালতে যান ইমরান খান। এসময় তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে আদালত ইমরানের বিরুদ্ধে জারি করা পরোয়ানা বাতিল করে।
বিচারককে হুমকির মামলায় বুধবার ইসলামাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাজির হওয়ার কথা ছিল ইমরান খানের। কিন্তু এদিন তিনি আদালতে হাজির হননি। এতে ক্ষুব্ধ ম্যাজিস্ট্রেট ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে ইমরানকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়ার এবং ১৮ এপ্রিলের আগে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
ঢাকা/শাহেদ