ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

জাতিসংঘে নারীদের কাজ না করার নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৫ এপ্রিল ২০২৩   আপডেট: ১৭:০৭, ৫ এপ্রিল ২০২৩
জাতিসংঘে নারীদের কাজ না করার নির্দেশ তালেবানের

জাতিসংঘে আফগান নারীদের কাজ না করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। বুধবার জাতিসংঘের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, তালেবান তাদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিল। কিন্তু এই পদক্ষেপের বিষয়ে এখনও লিখিতভাবে যোগাযোগ করা হয়নি।

জাতিসংঘ তার আফগান পুরুষ ও নারী কর্মীদের জানিয়েছে তালেবানের সাথে বৈঠকে বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত আগামী ৪৮ ঘণ্টা কাজের বিষয়ে তাদের রিপোর্ট করতে হবে না।

আরো পড়ুন:

২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে। এরপর থেকে দেশটির নারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে আসছে তালেবান।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ‘এটি উদ্বেগজনক প্রবণতার সর্বশেষ প্রবণতা যেটি ত্রাণ সংস্থাগুলোকে সবচেয়ে বেশি প্রয়োজনীয় স্থানে পৌঁছানোর ক্ষমতাকে হ্রাস করে। নারী কর্মীদের ছাড়া জীবন রক্ষাকারী সহায়তা কার্যক্রম পরিচালনা করা যাবে না।’

জাতিসংঘ তালেবানের আদেশকে ‘অগ্রহণযোগ্য এবং স্পষ্টভাবে অকল্পনীয়’ বলে অভিহিত করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়