আমার মাথায় আঘাত করা হয়েছিল: ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন, তাকে গ্রেপ্তার করার সময় মাথায় আঘাত করা হয়েছিল। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে সাংবাদিকদের সাথে একটি অনানুষ্ঠানিক কথোপকথনে তিনি এ অভিযোগ করেছেন।
গ্রেপ্তারের পর দেশে সহিংস বিক্ষোভের বিষয়ে ইমরান বলেন, ‘যা কিছু ঘটেছে তা আমি কীভাবে থামাতে পারতাম? আমি আগেই বলেছিলাম যে গ্রেপ্তারের প্রতিক্রিয়া হবে।’
সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘যখন আমাকে (হেফাজতে নেওয়া হয়েছিল), তখন আমি কীভাবে দায়ী হতে পারি?’
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে ইমরান আরও বলেছেন,‘আমি হাইকোর্টে বসে ছিলাম। তাদের আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ ছিল না। আমাকে অপহরণ করা হয়েছে।’
তিনি প্রশ্ন করেন, ‘আমরা কারাগারে নেওয়ার পর তারা আমাকে প্রথমবারের মতো ওয়ারেন্ট দেখিয়েছিল। জঙ্গলের আইনে এমনটা হয় আর সেনাবাহিনী অপহরণ করে। পুলিশ কোথায় গেল? আইন কোথায় গেল?’
ঢাকা/শাহেদ