মোখার আঘাতে টেলিকম টাওয়ার ভেঙ্গেছে মিয়ানমারে
ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের আঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি টেলিকম টাওয়ার ভেঙ্গে পড়েছে। রোববার মিয়ানমারের সংবাদমাধ্যম মিজিমা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৬টার দিকে মোখার প্রভাবে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে ৫০টি বাড়ির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। রাখাইনের রাজধানী সিতওয়ের ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গাওয়া শহরতলির শয়ে উ কিউন গ্রামে এ ঘটনা ঘটে।
দাতব্য সংস্থা হিউম্যানিটেরিয়ান এইড অ্যাসোসিয়েশন জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই অঞ্চলের অধিকাংশ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে রাখাইন রাজ্যের রাজধানী শহর সিতওয়ের একটি টেলিকমিউনিকেশন টাওয়ারের উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায়। এতে ওই টাওয়ারটি উপড়ে যায়। রাজ্যের বিভিন্ন স্থানে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বিপর্যয় দেখা দিয়েছে।
ঢাকা/শাহেদ