ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

জাপানে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৬ মে ২০২৩  
জাপানে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে নিহত ৪

মধ্য জাপানের নাকানো শহরে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরিও ছিলো। ছুরি হামলায় এক নারী ও দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ বলছে, হাসপাতালে নেওয়ার পরে ছুরিকাঘাতে আহত ওই নারীকে মৃত ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন।

হামলাকারী একটি ক্যাপ, সানগ্লাস এবং একটি মাস্ক পরা অবস্থায় ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিরাপত্তা বিবেচনায় এলাকার লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়