বিয়ের প্রতিশ্রুতি ভাঙলেও সম্মতিক্রমে যৌন সম্পর্ক ধর্ষণ নয়: ওড়িশা হাইকোর্ট
ছবি: সংগৃহীত
ভারতের ওড়িশার আদালত জানিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্মতিতে যৌন সম্পর্ক ধর্ষণ নয়।এছাড়া পরে বিয়ের করা না হলে ওই ঘটনা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না।
শুক্রবার (৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুবনেশ্বরের এক ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হলে ওড়িশা হাইকোর্ট তা খারিজ করে দেয়। ওই মামলার নথি থেকে জানা গেছে, এক নারী তার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বন্ধু তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে তাকে বিয়ে না করলে সে আদালতে ধর্ষণ মামলা করে।
এদিকে, বিচারপতি আর কে পাটানিক অভিযুক্তের বিরুদ্ধে প্রতরণার বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি অনুযায়ী দুজন নারী-পুরুষ যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং পরে তাদের বিয়ে না হলে- এ ঘটনাকে ধর্ষণ বলা যাবে না। এটাকে প্রতিশ্রুতি ভঙ্গ বলা যেতে পারে।
/এসবি/