ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২৮ জুলাই ২০২৩  
ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ দাঁড় করানো হচ্ছে। বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা গোপন নথির মামলাটিতে এ অভিযোগ যুক্ত করছেন। 

নতুন অভিযোগটি হচ্ছে, ট্রাম্প এবং তার কর্মীরা মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রের সিসিটিভির ফুটেজ মুছে ফেলার চেষ্টা করেছিলেন।

বৃহস্পতিবার ফ্লোরিডায় গ্র্যান্ড জুরি নতুন অভিযোগগুলো উপস্থাপন করেছে। তৃতীয় আসামী হিসাবে মার-এ-লাগোর কর্মচারী কার্লোস ডি অলিভেইরাকেও মামলায় যুক্ত করা হয়েছে। ট্রাম্পের ফ্লোরিডা রিসর্টে নিরাপত্তা ফুটেজ মুছে ফেলার অভিযোগে তদন্তে বাধা দেওয়ার জন্য ট্রাম্প এবং তার কর্মী ওয়াল্ট নাউটার পাশাপাশি অলিভেইরাকে অভিযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন:

মামলার মূল অংশের সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি অভিযোগের মুখোমুখি হতে যাচ্ছেন ট্রাম্প। সরকারি কৌঁসুলিরা ট্রাম্পের কাছে থাকা গোপন নথি থেকে আরেকটি নতুন নথি চিহ্নিত করেছেন। সেটি হচ্ছে, তার ইরান আক্রমণের পরিকল্পনা। ওই নথিটি তিনি অবৈধভাবে নিজের কাছে রেখেছিলেন।

গত মাসে গোপনীয় সরকারি নথি রাখা ও ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে ফেডারেল গ্র্যান্ড জুরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।  তার বিরুদ্ধে ওই মামলায় সবমিলিয়ে ৩৭টি অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়