ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘সেনাবাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানের সরকার চলতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১১ আগস্ট ২০২৩   আপডেট: ২০:৩৩, ১১ আগস্ট ২০২৩
‘সেনাবাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানের সরকার চলতে পারবে না’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্বীকার করেছেন, সেনাবাহিনীর সমর্থন ছাড়া তার সরকার চলতে পারবে না। বৃহস্পতিবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্বীকার করেন।

অনুষ্ঠানোর উপস্থাপক হামিদ মির জানান, পাকিস্তান আজ বিশ্বের হাইব্রিড শাসনের সবচেয়ে বড় উদাহরণগুলির মধ্যে একটি।

এর জবাবে তখন প্রধানমন্ত্রী শেহবাজ জানান, ইমরান খান তার শাসনামলে সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার উপর খুব বেশি নির্ভর করেছিলেন। .

তিনি বলেন, ‘খান সাহেব তার শাসনামলে সামরিক সমর্থনও পেয়েছিলেন। অন্যদের বিরুদ্ধে একই অভিযোগ থাকা সত্ত্বেও তার সরকারে বিভিন্ন উপাদানের মিশ্রণ ছিল। প্রতিটি সরকারেরই সামরিক বাহিনীসহ গুরুত্বপূর্ণ খাত থেকে সমর্থন প্রয়োজন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়