ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ইউক্রেনের সব আঞ্চলিক সেনা নিয়োগ কেন্দ্রের প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১১ আগস্ট ২০২৩   আপডেট: ২১:২৩, ১১ আগস্ট ২০২৩
ইউক্রেনের সব আঞ্চলিক সেনা নিয়োগ কেন্দ্রের প্রধান বরখাস্ত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দেশের সব আঞ্চলিক সামরিক নিয়োগ কেন্দ্রের প্রধানদের বরখাস্তের ঘোষণা দিয়েছেন। নিয়োগ কেন্দ্রগুলোর দুর্নীতির কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধকালীন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইউক্রেনের নিয়োগ কেন্দ্রগুলোতে অবৈধ সম্পদ অর্জন থেকে শুরু করে সীমান্তের ওপারে সেনাবাহিনীতে নিয়োগ হওয়ার যোগ্য পুরুষদের অবৈধভাবে পারাপারে ক্ষমতার অপব্যবহারের লক্ষণ প্রকাশ পেয়েছে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই ব্যবস্থাটি এমন লোকদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত যারা সঠিকভাবে জানে যে, যুদ্ধ কী এবং কেন যুদ্ধের সময় নিন্দাবাদ ও ঘুষ দেওয়া রাষ্ট্রদ্রোহিতা।’ 

জেলেনস্কি জানিয়েছেন, শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সরকারের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে থাকবেন এবং নতুন নিয়োগের বিষয়টি প্রথমে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা এসবিইউ যাচাই করবে।

রাশিয়ার সাথে প্রায় ১৮ মাস ধরে যুদ্ধ চলছে ইউক্রেনের। এই সময়টিতেও দেশটির সেনাবাহিনীতে নিয়োগ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। প্রায়ই দেশটির সামরিক বাহিনীর দুর্নীতির খবর প্রকাশ পায়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়