ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চীনে ভূমিধসে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ১৩ আগস্ট ২০২৩  
চীনে ভূমিধসে ২১ জনের মৃত্যু

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিয়ানে ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন এখনও নিখোঁজ রয়েছে। দেশটির কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) এর আগে দুজনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছিল। এছাড়া ১৮ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ বলে জানানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি গ্রামের কর্দমাক্ত রাস্তার পাশে ভাঙা গাছ এবং ধ্বংসস্তূপ পড়ে আছে। বাড়িঘর এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে দুটি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৯০০ পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

চলতি সপ্তাহে চীনে টাইফুন খানুনের কারণে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। টাইফুনটি জাপান এবং দক্ষিণ কোরিয়ার কিছু অংশকে আঘাত হেনেছে। শুক্রবার রাতে চীনের উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে টাইফুনটি আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে।

সিসিটিভি জানিয়েছে, বৃষ্টি এখনও লিয়াওনিংয়ের আনশাসহ নিম্নাঞ্চলীয় শহরগুলিতে বন্যার ঝুঁকি তৈরি করেছে। ওই এলাকা থেকে ১৭ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। লিয়াওনিংয়ে শনিবার রাতে ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়