ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মস্কোর কেন্দ্রস্থলে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৮ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:১১, ১৮ আগস্ট ২০২৩
মস্কোর কেন্দ্রস্থলে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি নিস্ক্রিয় করা হলে এটি একটি ভবনে বিধ্বস্ত হয়। শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে বলে মস্কোর মেয়র জানিয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে গুলি করে এবং শহরের এক্সপো সেন্টার কমপ্লেক্সের ভবনগুলিতে ধ্বংসাবশেষ পড়েছিল।

এক্সপো সেন্টারটি বড় ধরনের প্রদর্শনী এবং সম্মেলনের জন্য ব্যবহৃত হয়। এটি ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত।

রাশিয়ার সংবাদমাধ্যম প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, নগরীরর আকাশচুম্বি ভবনটির পাশ থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ‘মস্কো এবং মস্কো অঞ্চলে অবস্থিত বস্তুগুলোর ওপর একটি মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করে’ হামলা চালিয়েছে ইউক্রেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়