ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ১৯ আগস্ট ২০২৩  
যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বিএ.২.৮৬ -এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস নেই। শুক্রবার ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছিল, ভাইরাসটির নতুন ও অত্যন্ত পরিবর্তিত রূপটি তারা শনাক্ত করেছে। এটি কোভিড সৃষ্টি করে।

এর আগে ইসরায়েল ও ডেনমার্ক এই ভ্যারিয়েন্টটি চিহ্নিতের কথা জানিয়েছিল।

গবেষকরা জানিয়েছেন, পূর্বসূরি ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টের তুলায় বিএ.২.৮৬ নামে পরিচিত নতুন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে ৩০টিরও বেশি অ্যামিনো অ্যাসিড পরিবর্তন হয়েছে। কোনো ভাইরাসের এতোটা বিকাশ অস্বাভাবিক। এর আগে করোনার এতোটা বিকাশের সময় ভয়াবহ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট হাজির হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়