ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ২১:৩৬, ২৫ আগস্ট ২০২৩
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব

সৌদি আরব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চীনের একটি প্রস্তাব বিবেচনা করছে। বৃহস্পতিবার সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

চীনের সরকারি সংস্থা চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন (সিএনএনসি) কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে। সৌদি কর্মকর্তারা আশা করছেন, চীনের এই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা তাদের নিজস্ব ইউরেনিয়াম মজুত না করার প্রতিশ্রুতিসহ সৌদি আরবে নতুন পারমাণবিক শিল্পকে সহায়তা করার শর্তগুলি শিথিল করতে চাপ দিবে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে,ছে, চীন রিয়াদকে এই ধরনের প্রয়োজনীয়তা মেনে চলার জন্য জোর দিচ্ছে না। অথচ এই বিধিগুলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের উদ্দেশ্যে করা হয়েছে।

সৌদি আরব এবং চীন সাম্প্রতিক বছরগুলিতে তাদের সম্পর্ক গভীর করেছে। বিষয়টি ওয়াশিংটনে উদ্বেগ বাড়িয়েছে।

চীন সাম্প্রতিক বছরগুলিতে তার পারমাণবিক শক্তি শিল্প বিদেশে রপ্তানির চেষ্টা করেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের ডিসেম্বরে সৌদি আরব সফরে গিয়েছিলেন। গত জুনে রিয়াদে আরব-চীন ব্যবসায়িক সম্মেলনের সময় এক হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি ঘোষণা করেছিল। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়