ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শিক্ষার্থী ২০ দিন স্কুলে না গেলে কারাগারে যাবে অভিভাবক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ২৬ আগস্ট ২০২৩   আপডেট: ২২:৫৪, ২৬ আগস্ট ২০২৩
শিক্ষার্থী ২০ দিন স্কুলে না গেলে কারাগারে যাবে অভিভাবক

যথাযথ কারণ ছাড়া কোনো শিক্ষার্থী ২০ দিনে স্কুলে না গেলে তার অভিভাবককে কারাগারে পাঠানোর বিধান করেছে সৌদি আরব। শিক্ষার মান বাড়াতে দেশটির শিশু সুরক্ষা আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি সংবাদমাধ্যম মক্কার বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যদি কোনো শিক্ষার্থী বৈধ কারণ ছাড়া ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে তাদের অভিভাবক দেশের শিশু সুরক্ষা আইনের আওতায় সরকারি তদন্তের মুখে পড়তে পারেন। তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানো হবে। যদি অভিভাবক ছাত্রের অনুপস্থিতির বিষয়ে অসাবধান ছিলেন বলে প্রমাণিত হয়, তাহলে ওই অভিভাবককে উপযুক্ত মেয়াদে সাজা দেওয়া এখতিয়ার থাকবে বিচারকের। এই পদক্ষেপটি নতুন শিক্ষাবর্ষে ‘আদর্শ অধ্যয়ন’ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ।

গালফ নিউজ জানিয়েছে, অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াটির বিভিন্ন পর্যায় থাকবে। প্রথমত, স্কুলের অধ্যক্ষকে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগে বিষয়টি জানাতে বাধ্য করা হয়েছে। ওই বিভাগ তদন্তের পর দেশের শিক্ষা মন্ত্রণালয় মামলার কার্যক্রম গ্রহণ করবে। এরপরে একটি ফ্যামিলি কেয়ার বিভাগ অনুপস্থিতির কারণ জানতে ছাত্রের বক্তব্য শুনবে। সাক্ষ্য শেষ হওয়ার পর প্রয়োজন হলে মামলাটি আদালতে নেওয়ার আগে অভিভাবকের বিরুদ্ধে তদন্ত করতে পারে প্রসিকিউশন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়