ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

আড়াই বছর পর করোনার বিধিনিষেধ শিথিল করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৭ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:৫৪, ২৭ আগস্ট ২০২৩
আড়াই বছর পর করোনার বিধিনিষেধ শিথিল করলো উত্তর কোরিয়া

প্রায় দুই বছর সাত মাস পর করোনা মহামারির বিধিনিষেধ শিথিল করেছে উত্তর কোরিয়া। বিদেশে অবস্থানরত উত্তর কোরিয়ার নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে বলে রোববার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

অবশ্য দেশে ফিরতে পারলেও নাগরিকদের এক সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এশিয়ার দেশগুলোর মধ্যে করোনার সবচেয়ে কঠোর ও দীর্ঘ বিধিনিষেধ ছিল চীনে। ২০২২ সালের ডিসেম্বরে করোনার জিরো টলারেন্স নীতি থেকে সরে আসে বেইজিং।

করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। ওই সময় থেকে বিদেশে অবস্থানরত উত্তর কোরীয়দের দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। তবে রোববার থেকে সেই বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কেসিএনএ বলেছে, ‘যারা দেশে ফিরবেন তাদেরকে যথাযথ মেডিকেল পর্যবেক্ষণে রাখা হবে এবং এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

এর আগে গত মঙ্গলবার পিয়ংইয়ং থেকে প্রথশ আন্তর্জাতিক ফ্লাইট চীনের উদ্দেশে ছেড়ে যায়। ২০২০ সালের জানুয়ারির পর এটাই ছিল বিদেশে যাওয়া প্রথম ফ্লাইট।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়