ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে হারিকেন ইডালিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৩০ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:০০, ৩০ আগস্ট ২০২৩
ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে হারিকেন ইডালিয়া

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে যাচ্ছে চার মাত্রার হারিকেন ‘ইডালিয়া।’ বুধবার এটি আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

হারিকেন ইডালিয়া স্থানীয় সময় বুধবার ভোরে ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে সরতে শুরু করেছে। এটি  অত্যন্ত বিপজ্জনক ৪ মাত্রার হারিকেনে রূপ নিয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা পর্যন্ত ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ মাইল। হারিকেনের প্রভাবে ইতিমধ্যেই কিছু উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে। ফ্লোরিডার লাখ লাখ বাসিন্দা নৌকা এবং সম্পত্তি সুরক্ষিত করে উচ্চ ভূমিতে সরে গেছে। ফ্লোরিডার ৬৭টি কাউন্টির মধ্যে অন্তত ২৮টিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নর রন ডিস্যান্টিস সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এখন সংকটের সময়। আমরা একটি বড় হারিকেনের আঘাত পেতে যাচ্ছি।’

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে ইডালিয়া তার সর্বশক্তি দিয়ে আঘাত হানতে পারে। ওই সময় ১২ থেকে ১৬ ফুট উঁচু ঢেউ হতে পারে। এছাড়া টাম্পা এলাকায় পানির স্তর ৪ থেকে ৫ ফুট বাড়তে পারে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়