ইরাকে দুই বাসের সংঘর্ষে নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
উত্তর ইরাকে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই ইরানী শিয়া তীর্থযাত্রী, যারা কারবালার দিকে যাচ্ছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ শনিবার সালাহদ্দীন প্রদেশের স্বাস্থ্য পরিষেবার পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে জানায়, দুজাইল এবং সামাররা শহরের মধ্যে দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা দর্শনার্থী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনার বরাত দিয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতের কিছু আগে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। চালকদের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি মৃতের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিসংখ্যান অনুসারে, আশুরার ৪০ দিন পর শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান আরবাইন শুরু হওয়ার পর থেকে চলতি বছর ২৬ লাখন তীর্থযাত্রী ইরাকে প্রবেশ করেছেন। এদের মধ্যে অনেকেই ইরান থেকে এসেছেন।
ঢাকা/শাহেদ