ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯০২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৩
মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯০২

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৯০২ তে পৌঁছেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মঙ্গলবার পর্যন্ত ভূমিকম্পে আহতের সংখ্যা দুই হাজার ৫৬২ বলে জানা গেছে। বেঁচে যাওয়া লোকজন সোমবার রাতেও খোলা আকাশের নিচে কাটিয়েছে। এখনও পর্যন্ত অনেক এলাকায় সরকারি সাহায্য পৌঁছায়নি।

ভূমিকম্পের পর ভূমিধসের কারণে প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে অনেক এলাকায় ত্রান সামগ্রী পৌঁছানো মুশকিল হয়ে পড়েছে। অনেক গ্রামে কোনো বিদ্যুৎ বা টেলিফোন নেটওয়ার্ক নেই। অনেককে বিধ্বস্ত বাড়িঘরের নিচ থেকে নিজেদেরই প্রিয়জনকে উদ্ধার করতে হয়েছে।

নুরেদ্দীন বো ইকারুয়ানে নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমি খুব ভয় পাচ্ছি। বৃষ্টি হলে আমরা কী করব?’

স্পেন, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সাহায্যের প্রস্তাব গ্রহণ করেছে মরক্কো। কিন্তু ইতালি, বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মানি থেকে সাহায্যের প্রস্তাব গ্রহণ করেনি।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়