ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার

লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজারে পৌঁছেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বিবিসি তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডেরানাতেই ১১ হাজার মারা গেছে। এর বাইরে এখনও ২০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। সাগরে এখনও প্রায় দুই হাজার মৃতদেহ ভাসছে বলে খবর পাওয়া গেছে। ত্রাণ ও উদ্ধারকর্মীরা বন্যার পানি সরে যাওয়ার পর কাদামাটি ও ধ্বংসস্তূপ থেকে লাশ টেনে বের করছে।

এদিকে, ডেরনার মেয়র দ্রুত মৃতদেহ উদ্ধারে বিশেষজ্ঞ দলগুলোর কাছ থেকে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন:

বেশ কয়েকটি দেশের উদ্ধারকারীরা বন্দর নগরীর কাদা এবং ধ্বংসাবশেষের মধ্যে সম্ভাব্য বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে। একটি সাহায্যকারী দল শহরটিকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়