ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাড়লো নোবেল পুরস্কারের অর্থমূল্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩
বাড়লো নোবেল পুরস্কারের অর্থমূল্য

বেড়েছে নোবেল পুরস্কারের অর্থমূল্য। চলতি বছরের নোবেল পুরষ্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনার পাচ্ছেন। সেই হিসাবে নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে এক কোটি ১০ লাখ ক্রোনার ( ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার)। শুক্রবার নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার নোবেল পুরস্কারের অর্থ সমন্বয় করা হয়েছে। পুরস্কার প্রদানকারীরা জানিয়েছেন, ফাউন্ডেশনের শক্তিশালী আর্থিক অবস্থানকে প্রতিফলিত করার জন্য চলতি বছর অর্থমূল্য বাড়ানো হয়েছে।

২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থ এক কোটি থেকে কমিয়ে ৮০ লাখ করা হয়েছিল। কারণ ওই সময় ফাউন্ডেশনতার অর্থায়নের দিকে নজর দিয়েছিল। পুরস্কারের পরিমাণ ২০১৭ সালে ৯০ লাখ এবং ২০২০ সালে এক কোটিতে উন্নীত করা হয়।

আরো পড়ুন:

আগামী ২ অক্টোবর চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হবে। এর পরের দিনগুলিতে পদার্থবিদ্যা, অর্থনীতি, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়