ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

ডেরনা উপকূলে এখনও ভেসে আসছে লাশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ডেরনা উপকূলে এখনও ভেসে আসছে লাশ

ভয়াবহ ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পরেও লিবিয়ার ডেরনা উপকূলে ভেসে আসছে লাশ। উপকূলীয় অংশে মৃতদেহ এবং বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, তিনি উপকূলে তুর্কি উদ্ধারকারী দলকে দেখেছেন। তারা গত পাঁচ দিন ধরে সেখানে কাজ করছে। স্রোতের টানে যেসব মৃতদেহ তীরে এসে ধ্বংসাবশেষে আটকে থাকছে সেগুলো তারা জড়ো করছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা শনিবার সকালে এই এলাকা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছেন।

আরো পড়ুন:

গত সপ্তাহে লিবিয়ার পূর্ব উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। ঝড়ের আঘাতে ডেরানাতেই ১১ হাজার মানুষ মারা গেছে। এর বাইরে এখনও ২০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়